আনুমানিক পাচঁ শত বৎসর পুবে বিশিষ্ট ইসলাম প্রচারক ও সূফী সাধক হযরত শেরে জামান খানঁ (রহঃ) পবিত্র মদিনা শরীফ থেকে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (দঃ) এর পা মোবারক এবং হাত মোবারকের ছাপ সম্বলিত পাথর সংগ্রহ করে নিয়ে এসে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হাশিমপুর ইউনিয়ন বাগিচাহাট খাঁন শাহী জামে মসজিদের ভিতরে স্থাপন করেন। যা এলাকাবাসীর নিকট হযরত মোহাম্মদ (দঃ) এর কদম বা পা মোবারক হিসেবে পরিচিত। তুরষ্কের ইসত্মাম্বল শহরে অবস্থিত বিশ্ববিখ্যাত তোপকাপি যাদুঘরে সংরক্ষিত সবজন স্বীকৃত কদম রাসূল (দঃ) শরীফের সাথে এই কদদম রাসূল (দঃ) শরীফটি হুবহু মিলে যায়। প্রতিদিন অসংখ্যা আশেকে রাসূল এই কদম মোবারক (দঃ) শরীফে জিয়ারত বা দর্শনের জন্য আগমন করে রাসূল (দঃ) প্রেমের তৃঞ্চা মিটাচ্ছে। এবং অশেষ ফয়েজ বরকত হাসিল করতেছেন। এছাড়া মসজিদের দশণ পাশে হযরত শেরে জামান খাঁন (রহঃ) সহ মোট ২২ জন আউলিয়ার মাজার সহ এবং মসজিদের পশ্চিম পাশে হযরত সৈয়দ শাহ আমির (রহঃ) আউলিয়ার মাজার শরীফ আসেন এবং ফয়েজ রহমত হাসিল করতেছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS