এক নজরে হাশিমপুরঃ
হাশিমপুর ইউনিয়ন মূলত তিনটি গ্রাম নিয়ে গঠিত যথাক্রমে-উত্তর হাশিমপুর, মধ্যম হাশিমপুর, দক্ষিণ হাশিমপুর। চন্দনাইশ উপজেলায় হাশিমপুর ইউনিয়নটি খুব সুন্দর। হাশিমপুর গ্রামে দর্শনীয় স্থানের বিশেষ পরিচিত একটি জায়গা আছে যাহা বাগিচাহাটে অবস্থিত কদম রাসূল (দঃ) নামে পরিচিত। অনেক আশেকে রাসূল প্রেমিক কদম রাসূল (দঃ) এসে তৃঞ্চা মিটাইতেছেন। এ ছাড়া আরো উল্লেখ্য যে, হাতিগোলা, সাতছড়িকুলে পেয়ারা বাগান যাহা হাশিমপুর ইউনিয়নে পেয়ারার সিজানে অনেক পেয়ারা ব্যবসায়ী পেয়ারা বিক্রি করে অনেক পরিবার সাবলম্বী হয়। হাশিমপুর ইউনিয়নে মোট মোট জনসংখ্যা-২৩,১০৫ জন ২০১১ আদম শুমারী গণনা অনুযায়ী।